মাত্র তিন দিনেই শেষ ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩২ রান এবং ইনিংসে হারল ভারতীয় দল। এই হারের ফলে সিরিজ জেতা হচ্ছে না রোহিত শর্মাদের। ব্যর্থ গেল কে এল রাহুল এবং বিরাট কোহলির ইনিংস।
ম্যাচের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৪০৮ রান করে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে দুরন্ত ইনিংস খেলন ১৮৫ এলগার। ৫৬ রান করেন বেডিংহাম। ৮৪ রানে অপরাজিত মাক্রো জনসেন। ভারতের হয়ে চার উইকেট নেন যশপ্রীত বুমরাহ। দুই উইকেট নেন মহম্মদ সিরাজ। একটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা এবং রবীন্দ্র অশ্বিন। প্রথম ইনিংসে ১৬৩ রানের লিড নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ব্যাট করে ভারত তুলেছিল ২৪৫ রান। সেই ইনিংসে ১০১ রান করেন কে এল রাহুল।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৩১ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। দ্বিতীয় ইনিংসে লড়াই করেন বিরাট কোহলি। ৭৬ রান করেন বিরাট। তবে ব্যর্থ ভারতের টপ অর্ডার। ৫ রান করেন যশস্বী জসওয়াল। শূন্যরান করেন অধিনায়ক রোহিত শর্মা। ২৬ রান করেন শুভমন গিল। ৪ রান করেন কে এল রাহুল। ৬ রান করেন শ্রেয়স অশ্বিন। প্রোটিয়াদের হয়ে চার উইকেট নেন বারগার। তিন উইকেট নেন রাবাডা। তিন উইকেট জনসেন।
আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী গম্ভীরের, কী বললেন কলকাতার মেন্টর?