বছর শেষের আগে ফের ইডির হা.না! নিয়োগ মামলার তদন্তে শহরের একাধিক প্রান্তে জোর তল্লাশি

0
2

নতুন বছর (New Year) আসতে আর মাত্র কিছুসময় বাকি। তার আগেই ফের একবার নিয়োগ মামলার তদন্তে নেমে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) আধিকারিকরা। বৃহস্পতিবার সাতসকালে বড়বাজার এলাকার একটি অফিস ও ইএম বাইপাসের ধারে একটি আবাসন,আলিপুর সহ মোট ১০ জায়গায় হানা দেয় ইডির দুই দল। জানা গিয়েছে, বড়বাজারে নেতাজি সুভাষ রোডের উপর একটি অফিসে হানা দেন ইডি আধিকারিকরা। নিয়োগ মামলার তদন্তে এই তল্লাশি অভিযান বলে জানানো হয়েছে। ইতিমধ্যে গোটা অফিসটি ঘিরে ফেলেছেন সিআরপিএফ জওয়ানরা(CRPF Jawan)। রাজেশ দোশী নামে এক চার্টার্ড অ্যাকাউন্টের অফিসে হানা দিয়েছেন কর্তারা।

সূত্রের খবর, এ দিন নিয়োগ মামলার তদন্তেই মূলত ক্যানিং স্ট্রিটের এই সংস্থার অফিসে হানা দিয়েছেন গোয়েন্দারা। তবে এত সকালে আসায় বাইরে থেকে বন্ধ ছিল সংস্থার গেট। তাই চাবি আসার অপেক্ষায় রয়েছেন গোয়েন্দারা। মূলত, এই অফিসে থাকা নথিপত্রগুলিই ঘেঁটে দেখবেন তাঁরা।

অন্যদিকে এদিন সকালে বেঙ্গল কেমিক্যালস বাসস্টপের কাছে মণিকলা আবাসনের ১৬ ও ১৮ তলায় দু’জন ব্যবসায়ীর ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সেখানেও নানা কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।