বয়স কমছে ধোনির, ভাইরাল মাহির বাইসেপ, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

0
2

২০২৪ আইপিএল-এ মাঠে নামবেন কি মহেন্দ্র সিং ধোনি? এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছে ধোনি ভক্তদের মধ‍্যে, সেই মুহূর্তে ভাইরাল চেন্নাই সুপার কিংস-এর অধিনায়কের হাতের পেশি। যা ইতিমধ্যে নজর কেড়েছে নেটিজেনদের। যা দেখে তারা বলছেন ধোনির বয়স বাড়ছে না বরং কমছে।

বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ধোনি। সেখানে তাঁকে দেখে মনে হতেই পারে যে, ধোনির বয়স কমছে। ৪২ বছর বয়সি ধোনি এখনও চূড়ান্ত ফিট। যেই ভিডিওটি ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে একটি লাল রং-এর টি-শার্ট পরে রয়েছেন মাহি। যেখানে তাঁর হাতের পেসি দেখা যাচ্ছে। অনুষ্ঠানে সঞ্চালক ধোনিকে বলেন হাতে পেসিটা একবার দেখাতে। আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ওই অনুষ্ঠানে ধোনির লম্বা চুল রাখার প্রসঙ্গ ওঠে। লম্বা চুল নিয়ে ধোনি বলেন, “এমন চুল রাখা খুব কঠিন। আগে আমি ২০ মিনিটে তৈরি হয়ে যেতাম। এখন ১ ঘণ্টা ১০ মিনিট লাগে। এমন চুল রাখছি ভক্তরা চাইছে বলে। কিন্তু একদিন ঘুম থেকে উঠে যদি মনে হয় রাখব না, তাহলে কেটে ফেলব।”

আরও পড়ুন:প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার প্রবীর মজুমদার