বিজয়কান্তের প্রয়াণে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের!

0
5

দক্ষিণী তারকা তথা ডিএমডিকে দলের প্রতিষ্ঠাতা বিজয়কান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজয়কান্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। হাসপাতালে ভর্তির পর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর আজ সকালে তিনি মারা যান।

নিজের এক্স হ্যান্ডেলে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, “প্রবীণ জননেতা, ডিএমডিকে প্রধান এবং অভিনেতা বিজয়কান্তের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি আজ চেন্নাইতে মারা গিয়েছেন। আমি তাঁর পরিবার, বন্ধু এবং অগণিত ভক্তদের সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।