Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) আবার হার। পর পর তিন ম্যাচে হেরে গেল মোহনবাগান সুপার জায়েন্ট। বুধবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ০-১ গোলে হেরে গেল সবুজ-মেরুন দল। ৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন দিমিত্রস দিয়ামানতাকোস। সেই গোলেই ম্যাচ জিতল কেরাল।

২) প্রথম টেস্টে চাপ বাড়ছে রোহিত শর্মাদের। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে ১১ রান এগিয়ে গিয়েছে। ক্রিজে রয়েছেন শতরানকারী ডিন এলগার। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ উইকেট হারিয়ে ২৫৬। ভারত প্রথম ইনিংসে তুলেছিল ২৪৫ রান।

৩) মহেন্দ্র সিং ধোনির তৈরি হতে এখন সময় লাগে ১ ঘণ্টা ১০ মিনিট। আগে তিনি ২০ মিনিটে তৈরি হয়ে যেতে পারতেন। ৫০ মিনিট বেশি সময় লাগার কারণ তাঁর লম্বা চুল। এমনটা নিজেই জানালেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। বললেন, এমন চুল রাখা খুব কঠিন।

৪) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেন কে এল রাহুল। ১০১ রান করেন তিনি। আর রাহুলের শতরানের পরেই স্ত্রী আথিয়া শেট্টি সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা। লিখলেন তিনটি শব্দ। শতরানের পরেই আথিয়া রাহুলের একটি ছবি পোস্ট করে লেখেন, “আরও শক্তিশালী হয়ে ওঠো।”

৫) হার্দিক পান্ডিয়াকে নিয়ে আবার শুরু জল্পনা। তিনি কবে সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে নানা মত শোনা যাচ্ছে। এক সর্বভরতীয় সংবাদ সংস্থার সূত্রে জানানো হয়েছে যে, হার্দিক আইপিএলের আগে সুস্থ হয়ে যাবেন। তবে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে পারবেন না তিনি।

আরও পড়ুন:সেঞ্চুরিয়ান টেস্টের দ্বিতীয় দিনের শেষে রীতিমতো চাপে রোহিত শর্মারা