বিজেপি চাপে পড়লেই এজেন্সিতে ভরসা রাখে,ইডির তল্লাশিতে কটাক্ষ কুণালের

0
3

বছর শেষে শিক্ষা নিয়োগ মামলার তদন্তে ফের হানা ইডির। নয় নয় করে এদিন দশ জায়গায় তল্লাশি চালায় ইডি। আর বছর শেষে ইডির এই তৎপরতাকে ফের কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজেপি চাপে পড়লেই এজেন্সি লেলিয়ে দেয়। এতো নতুন নয়, বাংলার মানুষ এসব দেখে অভ্যস্ত হয়ে গিয়েছে।এটাও মনে রাখা উচিৎ যে তদন্তের নামে ধুয়ো তুলে কারোকে যেন অযথা হয়রানি করা হয়। আমরা দেখেছি এজেন্সির নামে এমন কিছু খবর ছড়িয়ে দেওয়া হয়, পরবর্তী সময়ে বিচারপতিদের বলতে হয়, তথ্য কই?প্রমাণ কই?কুণালের কটাক্ষ, একটা জিনিসকে দাঁড় করানোর জন্য যেভাবে গল্পের গরু গাছে তোলা হয় যে গাছে মই লাগিয়েও গরু নামানো যায় না।