নতুন বছরে কেমন থাকবে ঠাণ্ডা? বড় আপডেট হাওয়া অফিসের

0
2

ডিসেম্বরের (December) সূচনা লগ্নে কাঁপিয়ে দিয়েছিল শীত (Winter)। তারপর থেকে শীতের পথ আটকে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আর সেকারণেই রাজ্যে জলীয় বাস্প প্রবেশ করতেই একটু একটু করে বাড়ছে তাপমাত্রা (Temperature)। যার জেরে ডিসেম্বরের (December) শেষে আমেজটুকু থাকলেও শীতের দেখা নেই। এদিকে রাজ্যে আগামী কয়েক দিনেও এই রকম আবহাওয়া (Weather) থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

হাওয়া অফিস সূত্রে খবর, বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে পুবালি হাওয়া ঢুকছে এ রাজ্যে। সেই কারণে শীত ধাক্কা খাচ্ছে বলে খবর। ইতিমধ্যে ১৭.৮ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে কলকাতার তাপমাত্রা। যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। পাশাপাশি তাপমাত্রা বেড়েছে জেলাতেও। আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যায়। পাশাপাশি আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২৫শে ডিসেম্বরের মতো বর্ষশেষ, বর্ষবরণেও ঠান্ডা থাকবে না। শীত ফেরার আশা আপাতত নেই বললেই চলে।

পাশাপাশি জানুয়ারির প্রথম ৫ দিনেও সেই অর্থে ঠান্ডা থাকবে না বাংলায়। বছরের শুরুতেই প্রভাব ফেলবে পশ্চিমী ঝঞ্ঝা। আর সেকারণেই উত্তর ও মধ্য ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।