হঠাৎ বাংলায় আসন সমঝোতা নিয়ে মন্তব্য ডালুর! জানেই না কংগ্রেস-তৃণমূল

0
1

সব রাজনৈতিকদলের চোখ এখন লোকসভা নির্বাচনের দিকে। এই অবস্থায় সবাই খবরে থাকতে চাইছেন। স্ত্রোতে গা ভাসালেন মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু) (Abu Hasem Khan Chowdhuri)। হঠাৎ ঘোষণা করলেন ২০১৯ সালের লোকসভা ভোটে রাজ্যে যে দু’টি আসন জিতেছিল কংগ্রেস, আসন্ন লোকসভা ভোটে তাদের সেই আসন ছেড়ে দেবেন বলে ইতিমধ্যেই কথা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ না তৃণমূল (TMC) না কংগ্রেস- কোনও তরফেই এই খবরের কোনও ভিত্তি নেই।

I.N.D.I.A. জোট নিয়ে জোর জল্পনা। এখনও আসন সমঝোতা নিয়ে কোনও কথা হয়নি। এই পরিস্থিতিতে বঙ্গে তৃণমূল-কংগ্রেস-সিপিএমের সঙ্গে আসন রফা নিয়ে কোনও কথা হয়নি। এই পরিস্থিতিতে দীর্ঘদিন খবরে না থাকা ডালু (Abu Hasem Khan Chowdhuri) বুধবার জোট প্রসঙ্গে বলেন, ‘‘দক্ষিণ মালদহ এবং বহরমপুর আসন আমাদের ছেড়ে দিয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তবে আমাদের আরও কিছু দাবি রয়েছে। সেগুলি নিয়ে আলোচনা চলছে।’’ এই কথা শুনে আকাশ থেকে পড়ার অবস্থা প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরীর। তীব্র তাচ্ছিল্য করে তিনি বলেন, ‘‘আমি এ সব জানি না! আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কথা হয়নি! তাই এ সব কথা আমি বলতে পারব না। ডালুবাবুর সঙ্গে হয়তো কথা হয়েছে। তাই তিনি হয়তো বলতে পারছেন।’’

আর তৃণমূলের তরফে মুখপাত্র কুণাল ঘোষও স্পষ্ট জানিয়েছেন, তিনিও কিছু জানেন না। কুণালের কথায়, ‘‘আসন ছাড়া বা না-ছাড়ার পুরো বিষয়টিই দলের শীর্ষ নেতৃত্বের বিষয়।’’

 

I.N.D.I.A.-র গত বৈঠকে তৃণমূল দাবি করে ৩১ ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করতে হবে। কিন্তু বুধবার পর্যন্ত তা যে তেমন এগোয়নি। শুধু বাংলায় নয়, সারা দেশেই সমঝোতার নিয়ে কথা এগোয়নি। তবে বাংলার নেতাদের নিয়ে দিল্লিতে বৈঠক করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, মল্লিকার্জুন খড়্গে-সহ শীর্ষ নেতৃত্ব। তাহলে হঠাৎ কেন এরকম মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ! অনেকের মতে, দীর্ঘদিন ধরে খবরে নেই ডালু। এই পরিস্থিতিতে একটি মন্তব্য করে প্রাসঙ্গিক থাকতে চাইছেন তিনি। অনেকের মতে, আগেভাগে এই মন্তব্য করে জোটসঙ্গীদের কোর্টে বল ঠেলার চেষ্টা করলেন তিনি। তবে, কোনও রাজনৈতিক ভিত্তি ছাড়া একজন বর্ষীয়ান সাংসদ কীভাবে এই ভিত্তিহীন মন্তব্য করলেন- তাই নিয়েই এখন জল্পনা।