সংসদে ইজরায়েল নিয়ে প্রশ্ন করতে দিচ্ছে না কেন্দ্র অ.ভিযোগ তৃণমূলের

0
1

সংসদে ইজরায়েল নিয়ে প্রশ্ন করতে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। গত দুদিনে শতাধিক প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে গাজায়। এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘ উদ্বেগ প্রকাশ করছে। সেই উদ্বেগের জবাবেই ইজরায়েলের সেনাপ্রধান হার্জি হালেভির যুক্তি, একটা জঙ্গি গোষ্ঠীকে ধ্বংস করার কোনও জাদু সমাধান থাকতে পারে না। ইজরায়েলি সেনার দাবি, কয়েক সপ্তাহ বা কয়েক মাসও লাগতে পারে যুদ্ধ শেষ হতে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল সামাজিক মাধ্যমে অভিযোগ করেন, মোদি সরকার ইজরায়েল সম্পর্কে সাংসদদের প্রশ্নগুলিকে আশ্চর্যজনকভাবে আটকে দিচ্ছে। এই সূত্রে সাকেতের অভিযোগ, মোদি সরকার তাঁর প্রশ্নটিকে উদ্ভট এক যুক্তির ভিত্তিতে আটকে দিয়েছে। যেখানে বলা হয়েছে, তাঁর প্রশ্নের মাধ্যমে একটি বন্ধুত্বপূর্ণ দেশকে অভদ্রভাবে উল্লেখ করা হয়েছে। সাকেত প্রশ্ন তুলেছেন, কোনও দেশের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সেই দেশের নাগরিকরা এদেশে থাকছেন কিনা তা জানতে চাওয়া কি সেই দেশকে অপমান করা?

আরও পড়ুন- এখনও মেটেনি গেহলট পাইলট দ্ব.ন্দ্ব, কে হবেন রাজস্থান কংগ্রেসের বিরোধী দলনেতা?