রাজ্য প্রশাসনের ২ শীর্ষ পদে রদবদল: মুখ্যসচিব গোপালিকা, ডিজি রাজীব কুমার

0
1

রাজ্য প্রশাসনের ২ শীর্ষ পদে রদবদল হল। রাজ্যের মুখ্যসচিব পদে এলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে থাকা ভগবতী প্রসাদ গোপালিকা (BP Gopalika)। মুখ্যসচিবের পদে ছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। অবসরের পরে ছমাসের জন্য অতিরিক্ত দায়িত্বে ছিলেন তিনি। এদিকে বুধবারই অবসর নিচ্ছেন রাজ্যের বর্তমান ডিজি-আইজি মনোজ মালব্য (Manaj Malavya)। সেই জায়গায় দায়িত্বে আসছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার (Rajiv Kumar)। বুধবার, মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে খবর।

১৯৮৯ ব্যাচের আইপিএস কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব বর্তমানে তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের পদে রয়েছে। বুধবার একটি সরকারি বিজ্ঞপ্তিতে রাজীবে নিয়োগের কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই মনোজ মালব্যের বদলে রাজীব কুমারের নাম ডিজি হিসেবে ঘোষণা করেছে নবান্ন৷ রাজীবের নিয়োগে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷

বুধবার, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ৩১ তারিখ হরিকৃষ্ণের মেয়াদ শেষ হচ্ছে। এর পরেই আপনাকেই দেখতে হবে। ইতিমধ্যেই হরিকৃষ্ণ দ্বিবেদী অবসরের সময় হয়ে গিয়েছে। তিনি এক্সটেশনে রয়েছেন। এই জায়গাতেই দায়িত্ব নেবেন বিপি গোপালিকা।