তিন বছরের জন্য রাজ্য পুলিশের উপদেষ্টা বিদায়ী ডিজি মনোজ মালব্য

0
1

রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন রাজীব কুমার। অন্যদিকে, সদ্য প্রাক্তন মনোজ মালব্যকে করা হল রাজ্য পুলিশের উপদেষ্টা। বুধবার-ই তিনি অবসর নিয়েছেন। আগামী তিন বছর মনোজ মালব্য রাজ্য পুলিশের উপদেষ্টা পদে থাকবেন। নবান্নের তরফে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদায়ী ডিজি-কে রাজ্য পুলিশের উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়েছে।

এদিকে বুধবার মনোজ মালাব্যকে রাজ্য পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়। রাজ্য পুলিশের ডিজি সি বীরেন্দ্রর অবসরের পরে প্রাথমিকভাবে ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। এরপর ২০২১ সালের ডিসেম্বর মাসে মনোজ মালব্যকে স্থায়ী ডিজি পদের দায়িত্ব দেওয়া হয়। দু’বছর দায়িত্বে থাকার পর তিনি অবসর নিলেন।

আরও পড়ুন- ‘চা সুন্দরী’-তে পাট্টা ও বাড়ি তৈরির টাকা, কথা রাখলেন মুখ্যমন্ত্রী