দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় তদন্তকারীদের নজরে ২ সন্দেহভাজন যুবক। সিসিটিভি খতিয়ে দেখে বিস্ফোরণের ঘটনায় ওই দুই যুবকই তদন্তকারীদের সন্দেহের তালিকায়। সূত্রের খবর, বিস্ফোরণের কিছু সময় আগে ঘটনাস্থলে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই দুইজনকে। ওই এলাকায় সবকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যপক বাড়ানো হয়েছে ওই এলাকার।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে ইজরায়েলের পতাকায় মোড়া টাইপ করা একটি চিটি উদ্ধার করা হয়েছে। যেখানে ইংরেজিতে গাজায় ইজরায়েলের কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয়েছে। এবং বলা হয়েছে এই হামলা তারই প্রতিশোধ। জানা যাচ্ছে, একটি গ্রুপ নিজেদের ‘স্যার আল্লাহ রেজিস্ট্যান্স হিসেবে পরিচয় দিয়ে বিস্ফোরণের দায় স্বীকার করেছে। বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের(এনএসজি) একটি দল। এনএসজির পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করছে দিল্লি পুলিশ।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় ইজরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নির জানান, বিকেল ৫টা ৮ মিনিট নাগাদ দূতাবাসের সামনে একটি বিস্ফোরণ ঘটে। যদিও এই ঘটনায় দূতাবাসের কোনও কর্মী আহত হননি। অন্যদিকে, ইজরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি সতর্কবার্তা জারি করেছে। যেখানে ইজরায়েলি নাগরিকদের জনাকীর্ণ স্থানে (মল বা মার্কেট) যাওয়া এড়াতে এবং ইহুদি বা ইজরায়েলিদের সাথে কোনোভাবেই জড়িত এমন জায়গায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরামর্শের মধ্যে ইজরায়েলি প্রতীকগুলি প্রদর্শন করা এড়ানো, বড় আকারের ইভেন্টগুলিতে অংশ নেওয়া এড়ানো, সেইসাথে ভ্রমণের তথ্য পোস্ট করা বা ভ্রমণের ছবি বা ভ্রমণের বিশদ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালেও ইজরায়েলি দূতাবাসের বাইরে একটি বিস্ফোরণ ঘটে যেখানে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।