আইওসির তেলের ডিপোয় বিস্ফোরণ, মৃত ১

0
1

তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে (Chennai)ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (Indian Oil Corporation) তেলের ডিপোয় বিস্ফোরণ। আজ বিকেলে তোন্ডিয়ারপেট এলাকার ওই তেলের ডিপোর ট্যাঙ্কারের মেরামতির কাজ চলাকালীন দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক ঝালাইকর্মীর মৃত্যু হয়েছে। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আইওসি (IOC)কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার জেরে তোন্ডিয়ারপেট ডিপোর অগ্নিসুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। চেন্নাই পুলিশ সূত্রে খবর ,ঝালাইয়ের কাজ চলাকালীন আগুনের ফুলকি থেকে ইথানল ভর্তি দু’টি ট্যাঙ্কারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। তবে কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার পরে আইওসির পদস্থ আধিকারিকেরা ডিপো পরিদর্শনে গেছিলেন বলে খবর।