ডিসেম্বরের শেষ লগ্নে গরম বাড়ছে কলকাতায় (Kolkata)।সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯, যা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার তাপমাত্রা বাড়ল আরও ১ ডিগ্রি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে বলে মত হাওয়া অফিসের কর্তাদের । পূবালী হাওয়ার হাত ধরে জলীয় বাষ্প প্রবেশ করায় তাপমাত্রা বেড়েই চলেছে। উষ্ণ বড়দিন কাটিয়ে বর্ষশেষেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।
উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পরিষ্কার আকাশ, ভারি বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। শৈল-শহর জুড়ে বড়দিনে দেখা গেল ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। পর্যটকের ঢল পাহাড়ে। দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত প্রভাব ফেলার কারণে পূবালী হাওয়ার দাপট বাড়বে বুধবার থেকে। কলকাতার আকাশ জুড়ে সকালে হালকা মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়লে মূলত পরিষ্কার হচ্ছে চারপাশ। এতেই উধাও শীত। যদিও ভোরে ও রাতে মৃদু ঠাণ্ডার আমেজ থাকছে। ঘূর্ণাবর্ত না সরলে শীত ফেরার সম্ভাবনা কম।