কেমন আছেন ওস্তাদ রাশিদ খান? উদ্বিগ্ন অনুরাগীরা

0
3

শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রাশিদ খানের। হাসপাতালের আইটিইউ-তে (ITU) থাকলেও বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে আশার আলো দেখছেন চিকিৎসকরা।

দীর্ঘদিন ধরেই প্রস্টেট ক্যান্সার আক্রান্ত পদ্মশ্রী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রাশিদ খান। এরই মধ্যে শনিবার সেরিব্রাল অ্যাটাক হয় শিল্পীর। দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রাথমিকভাবে যথেষ্ট সংকটজনক ছিলেন শিল্পী। রক্তচাপ (blood pressure) জনিত সমস্যা ছিল।

তবে তিনদিনের চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেই দাবি চিকিৎসকদের। যদিও সুস্থ হলেও তাঁর শরীরের বামদিক পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। বর্তমানে শিল্পীকে আইটিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। ক্যান্সার আক্রান্ত হওয়ার পর থেকে একাধিকবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন খ্যাতনামা এই শিল্পী। তবে বর্তমানে তাঁর স্ট্রোকের কারণে হওয়া ক্ষত শুকাচ্ছে বলেও জানা যাচ্ছে।