রাজ্যের ৪ লাখ চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী করার সিদ্ধান্ত নীতীশ সরকারের

0
3

ভাবতে পারেন একটা গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা চলে চুক্তিতে। হ্যাঁ, বিহারের শিক্ষা ব্যবস্থার ছবিটা এমনই। এবার সেই পরিস্থিতি বদল করা চেষ্টা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত ৫ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূ্র্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ। তার মধ্যে অন্যতম হল রাজ্যের ৪ লাখ চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী করার সিদ্ধান্ত।মোট ২৯টি কর্মসূচিতে সবুজ সংকেত দিয়েছে নীতীশ কুমারের মন্ত্রিসভা। এর মধ্যে রয়েছে কিছু নির্বাচনী প্রতিশ্রুতিও। ইতিমধ্যেই রাজ্যের ৪ লাখ চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে সরকার। তবে এর মধ্যে শর্ত রয়েছে। স্থায়ী হতে গেলে চুক্তিভিত্তিক শিক্ষকদের একটি পরীক্ষায় পাশ করতে হবে। ওই পরীক্ষাটি নেবে বিহার স্কুল একজামিনেশন বোর্ড। তবে যারা ইতিমধ্য়েই বিহার পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত টিচার্স রিক্রুটমেন্ট একজামিনেশন পাশ করেছেন তাদের আর নতুন করে পরীক্ষা দিতে হবে না।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাজ্যের ১.২০ লাখ শিক্ষককে নিয়োগপত্র দিয়েছে বিহার সরকার। সেদিনই পাটনার গান্ধী ময়দানে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ২৫ হাজার শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। যে ১ লাখ ২০ হাজার শিক্ষক নিয়োগের কথা বলা হচ্ছে তার মধ্যে ৭০ হাজার ৫৪৫ জন প্রাথমিক শিক্ষক ও ২৬ হাজার ৮৯ জন সেকেন্ডারি ও ২৩ হাজার ৭০২ জন উচ্চ মাধ্যমিক শিক্ষক। মোট শিক্ষকদের ৪৮ শতাংশ মহিলা।

ওই দিন নীতীশ কুমার ঘোষণা করেন, রাজ্যে মোট ১০ লাখ চাকরি দেওয়ার কথা বলেছিল সরকার। আগামী ১৮ মাসের মধ্যে সেই প্রতিশ্রুতি পূরণ করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, সরকার ১০ লাখ চাকরি দেওয়ার পাশাপাশি আরও দশ লাখ চাকরির সুযোগ তৈরির কথা বলেছিল। সেই প্রতিশ্রুতি আগামী দেড় বছরে করবে সরকার।