Maldah: সোনার দোকানে ডাকাতির নেপথ্যে বিহার যোগ!

0
1

সিনেমার কায়দায় সোনার দোকানে ডাকাতির নেপথ্যে স্পষ্ট হচ্ছে ভিনরাজ্যের যোগ। বড়দিনের সন্ধ্যায় মালদহ জেলার চাঁচলের ঢাকা জুয়েলার্সে (Dhaka Jewellers, Chanchol) ক্রেতা সেজে ২টি মোটর বাইকে করে এসে ৫ জন দুষ্কৃতী দোকানে প্রবেশ করেন বলে জানা যায়। একেবারে সিনেম্যাটিক কায়দায় মাত্র ৫ মিনিটে নিখুঁত অপারেশন শেষ করে গুলি চালাতে চালাতেই মোটরবাইক নিয়ে চম্পট! যাওয়ার সময় বন্দুক উঁচিয়ে শাসানি দেওয়ার অভিযোগও উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন উঠছে, তাঁরা পালিয়ে গেলেন কোথায়? পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট এলাকাবাসী। প্রাথমিক তদন্তে অনুমান সোনার দোকানে তান্ডব চালাবার পর বিহারের (Bihar) দিকে পালিয়ে গেছেন অভিযুক্তরা।

অন্যান্য দিনের তুলনায় বড়দিনের সন্ধ্যায় রাস্তায় ভিড় একটু বেশিই ছিল। সন্ধে ৬টা ৪৮ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই সময়ের ছবি। পাঁচ দুষ্কৃতীর মধ্যে ২ জন বিহারের, ২ জন উত্তর দিনাজপুরের বলে ধারণা পুলিশের। পঞ্চম জন কোথাকার বাসিন্দা তা এখনও স্পষ্ট নয়। চাঁচলের একদিকে ইটাহার অন্যদিকে রায়গঞ্জ। ঘটনাস্থল থেকে কাটিহার জেলার সীমান্তবর্তী গ্রামে পৌঁছতে মাত্র এক ঘণ্টা সময় লাগে।যে পথে দুষ্কৃতীরা পালিয়েছে তাতে বিহারের দিকেই তাঁরা গেছেন বলে অনুমান পুলিশের।