ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল লেহ-লাদাখ, মধ্যরাতে কম্পন জম্মু-কাশ্মীরেও

0
1

উৎসবের মরশুমে আতঙ্ক উত্তর ভারতে। পরপর ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠলো লেহ-লাদাখ (Leh Ladakh)থেকে জম্মু-কাশ্মীর। পর্যটকদের ভিড়ে ঠাসা ভূস্বর্গে বাড়ছে আতঙ্ক। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) সূত্রে খবর, এদিন ভোর ৪টে ৩৩ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে লেহ ও লাদাখ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫ । এখনও পর্যন্ত জানা যাচ্ছে ভূ-পৃষ্ঠের প্রায় পাঁচ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল।

ঘণ্টা তিনেকের ব্যবধানে কেঁপে উঠল হিমালয় অধ্যুষিত উত্তরের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) এবং লেহ ও লাদাখ। সোমবার মধ্যরাতে কাশ্মীরের কিস্তোয়ার জেলায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৩.৭ এবং উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে। এরপর ভোরে ভূমিকম্প হয় লাদাখে। বর্ষশেষে সাদা বরফে ঢেকে গিয়েছে সিমলা, কুলু থেকে কাশ্মীর, লাদাখ। স্বাভাবিকভাবেই পর্যটকদের ভিড় বাড়ছে। হিমাচল প্রদেশে ভিড়ের ঠেলায় অটল টানেলে পর্যন্ত যানজট শুরু হয়েছে। এর মাঝে প্রাকৃতিক বিপর্যয়ে কিছুটা হলেও ভয় কাজ করছে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের মনে। অনেকেই আবার উত্তরাখণ্ডের টানেলে ধস নামার স্মৃতিকে মনে করছেন। যদিও এই ভূমিকম্পে হতাহতের কোনও খবর মেলেনি।