সামনেই লোকসভা নির্বাচন। তৃতীয়বারের জন্য নির্বাচনী বৈতরণী পার হতে মোদি সরকারের ভরসা ‘আত্মপ্রচার’! এরমাঝে ধামাচাপা পড়েছে বছরে দু’কোটি কর্মসংস্থান, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি কমানোর প্রতিশ্রুতি, ব্যাঙ্ক পরিষেবা, রাস্তাঘাটের বেহাল দশা। এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সহ রেলওয়ে স্টেশনগুলিতে “সেলফি বুথ” তৈরির ইস্যুতে কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার মোদি সরকারের কটাক্ষ করে কংগ্রেস সভাপতি বলেছেন, এটা করদাতাদের অর্থের নির্লজ্জ অপচয় ছাড়া আর কিছুই নয়। নিজের এক্স হ্যান্ডেলে সেলফি বুথগুলি সম্পর্কিত তথ্যের অধিকার আইনের অধীনে করা প্রশ্নের জবাবে সেন্ট্রাল রেলওয়ের দেওয়া তথ্যের উল্লেখ করেছেন খাড়গে।
কংগ্রেস সভাপতির বক্তব্য, “মোদি সরকার রাজ্যগুলিকে খরা এবং বন্যা ত্রাণ দেয়নি। বিরোধী শাসিত রাজ্যগুলির জন্য মনরেগা তহবিলও মুলতুবি রয়েছে। কিন্তু এই সস্তা নির্বাচনী স্টান্টে উদারভাবে জনগণের অর্থ ব্যয় করছে!” উল্লেখ্য, তথ্যের অধিকার আইনের অধীনে করা প্রশ্নের জবাবে সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে, রেল স্টেশনগুলিতে যথাক্রমে ১.২৫ লাখ এবং ৬.২৫ লাখ টাকা খরচে অস্থায়ী এবং স্থায়ী সেলফি বুথ স্থাপন করা হয়েছিল। এই প্রসঙ্গে খাড়গে তাঁর এক্স হ্যান্ডেলের পোস্টে বলেছেন, “মোদি সরকারের আত্মমগ্ন প্রচারের কোন সীমা নেই! রেলওয়ে স্টেশনগুলিতে মোদির ৩ডি সেলফি পয়েন্ট স্থাপন করে করদাতাদের অর্থের একেবারে নির্লজ্জ অপচয় করা হচ্ছে।” উল্লেখ্য, রেলওয়ে বোর্ড গত সেপ্টেম্বরে ১৯টি জোনাল রেলওয়ের জেনারেল ম্যানেজারদের স্টেশনগুলিতে সেলফি বুথ স্থাপন করতে নির্দেশ দিয়েছিল।
Self-obsessed promotion by Modi Govt knows NO bounds!
Absolutely brazen waste of taxpayers money by installing Modi ji’s 3D selfie points at Railway Stations. (RTI Reply)
Earlier, the blood and sacrifice of our brave soldiers was politically used by ordering the Armed Forces… pic.twitter.com/HEYo8OqmOo
— Mallikarjun Kharge (@kharge) December 26, 2023
আরও পড়ুন- বৃষ্টি কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হলো ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম দিনের ম্যাচ