বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, বড়দিনে বঙ্গে অধরা শীত!

0
1

বড়দিনের আনন্দে মেতে উঠেছে ছোট থেকে বড় সকলেই। সকাল সকাল পিকনিক কিংবা চিড়িয়াখানা ঘুরতে যাওয়ার যোগ্য দোসর হয়েছে আবহাওয়া। শীত কমেছে তাই হাড় কাঁপানো ঠাণ্ডা ছাড়াই অনায়াসে আনন্দে মাতোয়ারা সব বয়সিরাই। সকালের দিকে কুয়াশা থাকায় বেলা বাড়তে উষ্ণতার পারদ চড়ছে। আগামী দিন তিন চার জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই, জানিয়ে দিল হাওয়া অফিস। তবে ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে জেলায় জেলায়।

হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। সিকিমের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে শীতের দাপট অনেকটাই কমেছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় মেঘলা আবহাওয়া বজায় থাকবে।হাওয়া অফিস সূত্রে খবর, আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে বড়দিনে বাংলা থেকে গায়েব শীত।