চার দিনের দেড়শ কোটির ব্যবসা করেছে নতুন ছবি ‘ডাঙ্কি’ (Dunki)। তাই অনুরাগীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে বাদশাহি প্যালেসের বাইরে এলেন শাহরুখ খান (Shahrukh Khan)। মন্নতের সামনে তখন জনজোয়ার। চলতি বছরের প্রথম দুই সিনেমার মতো না হলেও ‘ডাঙ্কি’ সমালোচক থেকে শুরু করে সাধারণ দর্শকের প্রশংসা কুড়িয়েছে। রেড চিলিজের তথ্য অনুযায়ী ৪ দিনে এই ছবির বিশ্বব্যাপী ব্যবসা হয়েছে ১৫৭.২২ কোটি টাকা। তাই শাহরুখ (Shahrukh Khan) নিজে বাড়ির বাইরে এসে ভালবাসা উজাড় করে দিলেন ফ্যানেদের।


নীল রঙের সোয়েট শার্ট সঙ্গে ব্লু ডেনিম, চুলে হেয়ার ব্যান্ড, চোখে রোদ চশমা। রবিবার এই লুকেই হাজির হলেন বলিউড বাদশা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখের ভিডিয়ো। কখনও হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছেন, কখনও আবার নিজের রোমান্টিক স্টাইলে ফ্লাইং কিস ছুড়ে দিচ্ছেন। ২০২৩ সালের জানুয়ারি থেকেই বক্স অফিসে ঝড় তোলেন শাহরুখ খান। বছরের শুরুতেই মুক্তি পায় পাঠান, তারপর সেপ্টেম্বরে আসে জওয়ান। ব্যাক টু ব্যাক দুটি ছবিই পার করে ১০০০ কোটির গন্ডি। তবে তৃতীয় ছবির ক্ষেত্রে সেই জয়যাত্রার দেখা না মিললেও, ‘অভিনেতা’ শাহরুখকে দেখে খুশি হয়েছেন তাঁর ফ্যানেরা। ২১ ডিসেম্বর মুক্তি পায় ‘ডাঙ্কি’। সিনেমাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দর্শক মহলে। শরনার্থী সমস্যা নিয়ে তৈরি রাজকুমার হিরানির এই ছবি সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি ব্যবসা করবে বলে আশাবাদী সিনে বিশ্লেষকরা।





































































































































