উৎসবের মেজাজ! বড়দিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

0
3

সোমবার বড়দিন (Christmas)। উৎসবের আমেজ (Festive Mood) দেশজুড়ে। ডিসেম্বর (December) মাসের প্রায় শুরু থেকেই ফেস্টিভ মুডে গা ভাসায় বিশ্ববাসী। বড়দিনের আগেই ঝলমলে আলোয় সেজে ওঠে বাড়ি, অফিস থেকে শুরু করে দেশের একাধিক শহরের অলিগলি। পাশাপাশি বড়দিন উপলক্ষে সেজে উঠেছে শহর কলকাতাও (Kolkata)। পার্ক স্ট্রিট থেকে বো ব্যারাক সব জায়গায় আলো ঝলমলে। রবিবার থেকেই কলকাতার রাস্তায় নেমে পড়েছেন রাজ্যবাসী। আর সোমবার বড়দিন উপলক্ষে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

রাষ্ট্রপতি এদিন লেখেন, মেরি ক্রিসমাস সকলকে। এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিক। বড়দিন সবার জন্য সুখের সময় নিয়ে আসুক।

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, সবাইকে বড়দিনের শুভেচ্ছা। এই উৎসব সবার মনে আনন্দ, শান্তি নিয়ে আসুক। যীশু খ্রীষ্টের দেখানো পথেই আমাদের এগিয়ে যেতে হবে।

সোমবার, ২৫ ডিসেম্বর, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় উৎসব বড়দিন। তবে এই উৎসবে জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলেই সামিল হন। তবে এই অনুষ্ঠান শুধুমাত্র খ্রিষ্টানদেরই নয়, এই উৎসব যেন সকলের। কিন্তু শুধু বড়দিনের আনন্দ বললে ভুল হবে নতুন বছরকে আহ্বান জানাতেও তৈরি প্রত্যেকে।