দাপট দেখাচ্ছে JN.1 ভ্যারিয়েন্ট, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের!

0
1

উৎসবের মরশুমে চিন্তা বাড়াচ্ছে covid 19 এর নয়া প্রতিরূপ। বিশেষজ্ঞদের মাথা ব্যথার কারণ JN.1 ভ্যারিয়েন্ট। দক্ষিণ ভারতে আক্রান্তের সংখ্যা বেশ বেশি। নতুন চিন্তার কারণ মহারাষ্ট্র। গতকাল সে রাজ্যে নতুন করে ৫০ জন কোভিড রোগীর খোঁজ মেলে। আক্রান্তদের মধ্যে ৯ জনই জেএন.১ (JN.1) পজিটিভ। এই নিয়ে রাজ্যে মোট ১০ জনের নমুনায় করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই নয়া প্রতিরূপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।এই ভ্যারিয়েন্ট অতি দ্রুত সংক্রমণ ছড়াতে পারলেও, গুরুতর অসুস্থতা বা হাসপাতালে ভর্তির হার তুলনামূলকভাবে কম। কিন্তু জ্বর সর্দি কাশির মত লক্ষণ থাকলে মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। সারা দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে তিনজন কেরালার, দুইজন কর্ণাটকের এবং একজন পাঞ্জাবের বাসিন্দা। পশ্চিমবঙ্গে এখনও অবধি ৯ জন আক্রান্তের খোঁজ মিলেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই JN.1 নতুন প্রজাতি খুব ছোঁয়াচে। তাই বড়দিন এবং বর্ষবরণের উৎসবে ভিড় এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের।