১৯৩৯ সালে পথ চলা শুরু। পরবর্তীকালে সরকারি অনুদানে বিদ্যালয়টির নাম হয় সুরেন্দ্র চক্রবর্তী ইনস্টিটিউশন। ঠাকুর পরিবারের সান্নিধ্য পেয়েছিলো এই বিদ্যালয়টি। তবে বতর্মানে কিছু আইনী অসুবিধার জন্য শুধুমাত্র প্রাথমিক বিভাগটুকুই অন্য ঠিকানায় খুব অসুবিধার সঙ্গে চলছে এবং পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পুরোটাই আপাতত বন্ধ।

প্রসঙ্গত উল্লেখ্য, অতীতে অনেক নামিদামি ব্যক্তি এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সুরকার গৌরীপ্রসন্ন মজুমদার, আর ডি বর্মন এবং আরও অনেকে। বিদ্যালয়ের প্রাক্তনীদের অনুরোধ, যাতে অতীতের গৌরব বোধ রেখে বিদ্যালয়টিকে পুনরায় নতুন করে চালু করা যায়।
আরও পড়ুন- ২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স হলে কোথায় বসবে প্রতিযোগিতা আসর? জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী



 
 
 
 





























































































































