তাপমাত্রা শূন্য ছুঁলো, বরফের চাদরে ঢাকল নীলগিরি

0
1

ঘাসে ঢাকা জমি থেকে ঘন জঙ্গল, বরফের চাদরে ঢাকা ছবিটা একঝলক দেখলে মনে হবে মানালি বা কাশ্মীর। তবে না, এটা দক্ষিণ ভারতের নীলগিরি (Nilgiris)। তাপমাত্রা কমে শূন্য ছুঁতেই বরফের চাদরে (layer of frost) ঢাকল ঘাসের জমি থেকে পার্ক করে রাখা গাড়ির বনেট।

২০২৩ সালের জানুয়ারিতেও তাপমাত্রা বেশ কমেছিল দক্ষিণ ভারতের শৈলশহর উটিতে (Ooty)। ক্রমাগত কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করেছিল ৪ থেকে ৫-এ। শীতের মাঝের দিকে এটা অনেকবারই হয়েছে নীলগিরি পর্বত এলাকায়। সেই সময়ও কয়েকদিন ভোরের দিকে বরফের পাতলা চাদরে ঢাকা শৈলশহরের সৌন্দর্য উপভোগ করেছেন পর্যটকরা।

তবে এবার শীতের শুরু থেকেই নীলগিরির তাপমাত্রা নিম্নমুখি। রবিবার তামিলনাড়ুর থালাইকুণ্ডায় (Thalaikundha) সকালে উঠেই দেখা যায় ঘাসে ঢাকা জমি, বাড়ির উঠোন, জঙ্গলের গাছের ওপর দিয়ে বরফের আস্তরণ। তাপমাত্রা ভোরে শূন্য ছুঁয়েছে থালাইকুণ্ডা ও সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা রীতিমত গাড়ি থামিয়ে বরফ হাতে তুলে নেন। কেউ কেউ ছবি তুলতে থাকেন বরফে ঢাকা নীলগিরির ছবি।