স্বামীকে জনসমক্ষে অপমান করা (publicly harrasing) ও কর্মক্ষেত্রে নারী ঘনিষ্ঠ (womenizer) বলে অপমান করার ঘটনায় বিবাহ বিচ্ছেদের আদেশ দিল দিল্লি হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ জনসমক্ষে স্বামীকে অপমান চরম নৃশংস (extreme cruelty) আচরণ। এতে সম্পর্কের মধ্যে যাবতীয় বিশ্বাস, ভরসা ও সম্মান নষ্ট হয়। সেই তত্ত্বেই স্বামীর বিবাহ বিচ্ছেদের আবেদনে সম্মতি দেয় আদালত।
দিল্লি হাইকোর্টের (Delhi High Coirt) বিচারপতি সুরেশ কুমার কেত ও বিচারপতি নীনা বনসল কৃষ্ণর ডিভিশন বেঞ্চ বিবাহ বিচ্ছেদের সপক্ষে এই রায় দেন। আদালতের পর্যবেক্ষণ আবেদনকারীর স্ত্রী বিবাহিত জীবনের ছয়বছর ধরে স্বামীকে জনসমক্ষে অপমান করা, সন্দেহ করার মতো মানসিক নির্যাতন (mental agony) চালিয়েছে। এমনকি সন্তানের থেকে দূরে রাখার মতো মানসিক যন্ত্রণাও দিয়েছে।
দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন নিগৃহিত স্বামী। আদালত সেই আবেদন মঞ্জুর করে। তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করে স্ত্রী। কিন্তু চূড়ান্ত নৃশংসতার উদারণ হিসাবে সেই আবেদন নাকচ করে ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন- ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে প্রার্থনা মুখ্যমন্ত্রীর, সঙ্গে সব ধর্মের প্রতিনিধিরা