কয়েক ঘন্টা পার হতেই মত বদল বজরং-এর, পদ্মশ্রী ফেরত নিয়ে কী বললেন তিনি?

0
1

জাতীয় কুস্তি সংস্থার সদ্য নবনির্বাচিত কমিটিকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্র সাসপেন্ড করে দেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়ির রাস্তায় ফেলে আসা পদ্মশ্রী ফেরত চাওয়ার কথা বলেন বজরং পুনিয়া। তবে তার কয়েক ঘন্টা যেতেই পদ্মশ্রী সম্মান ফেরত নেওয়ার সিদ্ধান্ত থেকে ঘুরে গিয়েছেন বজরং পুনিয়া।

এই নিয়ে পরে বজরং বলেন,” একবার যখন দিয়ে দিয়েছি তখন এই সম্মান আর ফেরত নেব না। আমাদের বোন, মেয়েদের সম্মান যে কোনও পুরস্কারের থেকে দামী। আপনারা সবাই দেখছেন যে কী চলছে। যে দিন ন্যায়বিচার পাব সে দিনই আমি পদ্মশ্রী ফিরিয়ে নেব। এখন বিষয়টি আদালতে রয়েছে। আমরা বিচারের অপেক্ষায় রয়েছি।”

সকালে জাতীয় কুস্তি সংস্থার সদ্য নবনির্বাচিত কমিটিকে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বজরং। নতুন কুস্তি সভাপতি সঞ্জয় সিং হওয়ার পর, প্রতিবাদে নামে বজরং পুনিয়া-সাক্ষী মালিকরা। কারণ সঞ্জয় সিং যৌন হেনস্থায় অভিযুক্ত কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ বলে পরিচিত। তাই সভাপতি পদে আসতেই প্রতিবাদে নামেন বজরং-সাক্ষীরা।

আরও পড়ুন:কুস্তি সংস্থার কাজকর্ম দেখতে পিটি ঊষাকে চিঠি ক্রীড়া মন্ত্রকের, কমিটি গঠনের অনুরোধ আইওএ-কে