গাড়ি নয়, অটোতে চেপে সঙ্গীত সম্মেলনে হাজির এ আর রহমান

0
3

তারকা যত বড়ই হোন না কেন তাঁর পা যেন মাটিতে থাকে- এভাবেই গুণী শিল্পীদের বর্ণনা করা হয়। সেটা যে এতটুকু ভুল নয় তা এর আগে প্রমাণ করেছেন এই প্রজন্মের হার্ট থ্রব অরিজিৎ সিং। এবার যা খেল দেখালেন মিউজিক মায়েস্ত্রো এ আর রহমান (A R Rahman) তাতে অবাক বিনোদন জগত। বিলাসবহুল গাড়ি ছেড়ে অটো করে সুফির সফরে পৌঁছে গেলেন রহমান। আমজনতার বাহনে চড়েই দরগায় গেলেন শিল্পী আর মুহূর্তে ভাইরাল হল সেই দৃশ্য।

তামিলনাড়ুর নাগাপাত্তিনমের দরগায় এক মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে যান রহমান। পরনে লাল কুর্তা আর মাথায় বাঁধা লাল কাপড়। একেবারে সাদামাটাভাবেই অটো থেকে নামতে দেখা গেল তাঁকে। রহমানকে এই ভাবে দেখে অনুরাগীরা সমাজমাধ্যমে তাঁর প্রশংসা করেছেন। খ্যাতির শীর্ষে চড়েও তিনি যে নিজের শিকড়কে ভুলে যাননি এই ঘটনাই তা প্রমাণ করে দিল।