লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপিতে রদবদল, যুব সংগঠনকে চাঙ্গা করতে বিজেপির বাজি হিরণ

0
3

লোকসভা ভোটের আগে রাজ্য বিজেপিতে ব্যাপক সাংগঠনিক রদবদল! এই প্রথমবার সংগঠনের বড় দায়িত্ব পেলেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাঁকে বঙ্গ বিজেপির যুব মোর্চার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রথম বিজেপিতে এমন পদ তৈরি করা হল। শুধু যুব মোর্চা নয়, রাজ্য বিজেপির অন্যান্য শাখা সংগঠনেও ইনচার্জ পদে নিয়ে আসা হয়েছে নয়া মুখ।

সম্প্রতি ধর্মতলায় সভা করে গিয়েছেন অমিত শাহ। সেই সভা খুব একটা জমেনি। জানা গিয়েছে, আগামী সপ্তাহের শুরুর দিকেই তিনি রাজ্যে আসছেন। তার আগে দলের সংগঠনকে করাই লক্ষ্য গেরুয়া শিবিরের।

উল্লেখ্য, মহিলা মোর্চার ইনচার্জ করা হয়েছে পারমিতা দত্তকে, কিষান মোর্চার ক্ষেত্রে এই দায়িত্ব পেয়েছেন শ্যামচাঁদ ঘোষ, এসসি মোর্চার ক্ষেত্রে এই দায়িত্ব পেয়েছেন রথিন বসু, এসটি মোর্চার ক্ষেত্রে এই দায়িত্ব পেয়েছে ক্ষুদিরাম টুডু, ওবিসি মোর্চার ক্ষেত্রে মনোজ পাণ্ডে এবং সংখ্যালঘু মোর্চার ক্ষেত্রে মাফুজা খাতুন।

আরও পড়ুন:আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বি.ক্ষোভের জের! একাধিক ধারায় মামলা দায়ের পুলিশের