হার্দিকের চোট নিয়ে এল বড় আপডেট, আইপিএল-এ কি খেলবেন তিনি?

0
1

২০২৩ একদিনের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পান হার্দিক পান্ডিয়া। তারপরই বিশ্বকাপ থেকে ছিটকে যান হার্দিক। এমনকি পরে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে নেই তিনি। আর এখন সূত্রের খবর, হার্দিকের যা চোটের অবস্থা তাতে ২০২৪ আইপিএল-এ ও খেলতে পারবেন না তিনি। আর এক্ষেত্রে জোর ধাক্কা খাবে মুম্বই ইন্ডিয়ান্স।

হার্দিকের চোট নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হার্দিকে গোড়ালির চোট থেকে সেরে ওঠার সম্ভাবনা খুব কম। তাই হার্দিক শুধু আফগানিস্তান সিরিজই মিস করবেন না, আইপিএল ২০২৪ মরশুমের বাইরে থাকতে পারেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একটি সূত্র ওই সংবাদমাধ্যমকে জানিয়েছে, “এখন পর্যন্ত হার্দিকের ফিটনেস স্ট্যাটাস সম্পর্কে কোনও আপডেট নেই এবং আইপিএল শেষ হওয়ার আগে তাঁর উপলব্ধ থাকা নিয়ে একটি বড় প্রশ্ন চিহ্ন রয়েছে।”এই কথাতেই পরিষ্কার যে তেমন হলে হার্দিককে আইপিএল ২০২৪-এ নাও পাওয়া যেতে পারে।

আসন্ন আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন হার্দিক। আইপিএলের নিলামের আগে নাটকীয় ভাবে হার্দিককে দলে নিয়েছে মুম্বই। নিলামের আগে গুজরাত টাইটান্সের ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় ছিলেন হার্দিক। কিন্তু কয়েক ঘণ্টা পরেই জানা যায়, হার্দিক নিজের পুরনো দল মুম্বইয়ে যোগ দিয়েছেন। আর যোগ দেওয়ার পরই রোহিত শর্মাকে সরিয়ে নতুন মুম্বইয়ের অধিনায়ক করা হয় হার্দিককে।

আরও পড়ুন:চলছে প্রতিবাদ, প্রধানমন্ত্রীর বাড়ির রাস্তাতেই পদ্মশ্রী ফেলে রেখে এলেন বজরং