মোদিরাজ্যে ফিরছে ম.দ! সরকারি বিজ্ঞপ্তি ঘিরে জোর চর্চা

0
3

মোদিরাজ্যে ফিরছে মদ (Alcohol)। হ্যাঁ, শুনতে অবাক লাগলে এটাই সত্যি। এতদিন ড্রাই স্টেট (Dry State) হিসাবে পরিচিত ছিল গুজরাট (Gujrat) অর্থাৎ সেখানে মদ্যপান বা মদ বিক্রি দুই নিষিদ্ধ ছিল। তবে গুজরাট সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এবার থেকে গুজরাটের গান্ধীনগরে আন্তর্জাতিক ফাইন্যান্স টেক-সিটি-র অন্তর্গত নির্দিষ্ট কিছু হোটেল, রেস্তোরাঁ এবং ক্লাবে ‘ওয়াইন এবং ডাইন’ পরিষেবা শুরু হতে চলেছে। গুজরাট আন্তর্জাতিক ফাইন্যান্স টেক-সিটি, যেটি গিফ্ট সিটি নামেও পরিচিত, তার অধীনে যে সমস্ত হোটেল, রেস্তোরাঁ এবং ক্লাব রয়েছে সেখানে মদ্যপান করার অনুমতি দিল গুজরাট সরকার। এবার থেকে সেখানে খাবারের পাশাপাশি সুরাপানও করা যাবে। আর আচমকা এমন সিদ্ধান্তের পর সংবাদ শিরোনামে উঠে এল মোদিরাজ্য। পাশাপাশি বিরোধীদের চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদিকেও (Narendra Modi)। এতদিন পর আচমকা কেন এমন সিদ্ধান্ত তা নিয়ে উঠেছে প্রশ্ন।

গুজরাট সরকারের তরফে বিবৃতিতে আরও বলা হয়েছে, গিফ্ট সিটির অধীনে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং ক্লাবে কর্মরত সমস্ত কর্মচারী এবং মালিকদের সকলেই মদ্যপান করতে পারবেন। পাশাপাশি সেখানে আসা সমস্ত অতিথিরা খাবারের সঙ্গে করতে পারবেন মদ্যপান। তবে হোটেল এবং রেস্তোরাঁয় বোতলে করে মদ বিক্রি করার অনুমতি দেওয়া হয়নি। জানা গিয়েছে, গিফ্ট সিটির হোটেল, রেস্তোরাঁ এবং ক্লাবগুলি এফএল৩ লাইসেন্স পেয়েছে। ফলে সেখানেই একমাত্র থাকবে এই ‘ওয়াইন এবং ডাইন’ পরিষেবা।

উল্লেখ্য, বর্তমানে যাঁরা গুজরাট যান, তাঁরা সংশ্লিষ্ট অনুমোদিত দোকান থেকে মদ কেনার অস্থায়ী অনুমতিপত্র নিয়ে মদ কেনেন। আর সরকারের এমন ঘোষাণার পরেই এনএসসির সিইও আশিস চৌহান এক্স হ্যান্ডেলে লেখেন, গুজরাট সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, গিফ্ট সিটির অধীনে বেশ কিছু জায়গায় মদ বিক্রি এবং মদ্যপানের নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হয়েছে। আমার বিশ্বাস এই সম্প্রসারণের ফলে গিফ্ট সিটি সাফল্যের মুখ দেখবে।