জাতীয় সঙ্গীত অ.বমাননা মামলায় এখনই কোনও প.দক্ষেপ নয়, নির্দেশ আদালতের

0
1

জাতীয় সঙ্গীত অবমাননার দ্বিতীয় মামলায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বছর শেষের ছুটির মধ্যে ওই বিধায়কদের কোনও নোটিশ দিয়ে ডাকতে পারবে না তদন্তকারীরা। একই ইস্যুতে দায়ের করা অন্য মামলার সঙ্গেই আগামী ১০ জানুয়ারি এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।

মামলাকারীদের আইনজীবী দাবি করেন, তদন্ত স্থগিত করা হোক। রাজ্যের আইনজীবীর বক্তব্য, যেহেতু এই ইস্যুতে দায়ের করা আগের মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করা হয়েছে ডিভিশন বেঞ্চে। সেই শুনানি এখনও না হওয়ায় এই মামলা আপাতত শোনা থেকে বিরত থাকুক আদালত। যদিও আদালত জানিয়ে দিয়েছে, তদন্ত চললেও এই সময়ের মধ্যে বিধায়কদের ডাকা বা তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা যাবে না।

সম্প্রতি বিধানসভায় বাবা সাহেব আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনা বিক্ষোভ করছিলেন শাসকদলের বিধায়করা। অভিযোগ, শাসকদলের বিধায়করা জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সেখানে কাঁসর, ঘণ্টা বাজিয়ে বিশৃঙ্খলা তৈরির পাশাপাশি জাতীয় সঙ্গীতকে অবমাননা করেন বিজেপি বিধায়করা। ওই ঘটনায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ ১১ জন বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় তৃণমূল। অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর তিনটি এফআইআর দায়ের হয়। যার মধ্যে বর্তমানে হাইকোর্টে দুটি মামলা চলছে।