পরে ঢুকলেই পড়বে লাল কালির দাগ! শিক্ষকদের স্কুলে পৌঁছনোর সময়সীমা বেঁধে দিল পর্ষদ

0
2

নতুন শিক্ষাবর্ষে শিক্ষকদের (Teacher) জন্য আরও কড়া হচ্ছে নিয়ম (Rules)। এবার স্কুলে (School) প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম বেঁধে দেওয়া হল। জানা গিয়েছে, আগের থেকে আরও ১০ মিনিট আগে স্কুলে ঢুকতে হবে শিক্ষকদের। আর এর অন্যথা হলেই নামের পাশে পড়বে লাল কালির দাগ। শুক্রবার নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ করে এ কথা স্পষ্ট জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। জুনিয়র হাইস্কুল, সেকেন্ডারি স্কুল (সরকার ও সরকার পোষিত)-সহ বোর্ডের আওতাধীন সমস্ত স্কুলের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে।

উল্লেখ্য, প্রতি বছরের মতো শুক্রবারও নতুন শিক্ষা বর্ষের ক্যালেন্ডার প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে শিক্ষকদের স্কুলে প্রবেশের নতুন সময়ের কথা জানানো হয়েছে। এখন ১০টা ৫০ মিনিটে স্কুলে ঢুকতে হয় শিক্ষকদের। এরপর স্কুলে গেলে নামের পাশে লাল কালি পড়ে। কিন্তু নতুন নিয়মে ১০টা ৪০ মিনিটের পর স্কুলে ঢুকলেই ‘লেট’ হিসাবে গণ্য করা হবে এবং ১১টা ১৫ মিনিটের পর স্কুলে ঢুকলে দিনটিকে ছুটি হিসাবে ধরে নেওয়া হবে। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের তরফে আরও জানান হয়েছে, বিকেল সাড়ে ৪টে অবধি স্কুলে থাকতেই হবে শিক্ষক, শিক্ষাকর্মীদের। এছাড়া ক্লাসের ভিতর মোবাইল ফোনের ঘন ঘন ব্যবহার, ব্লু টুথ ডিভাইস ব্যবহার করা কোনওভাবেই চলবে না। তবে ‘টিচিং এইড’ হিসাবে যদি মোবাইল ফোন বা স্মার্ট ফোন ক্লাসে ব্যবহার করতে হয়, সে ক্ষেত্রে লিখিত অনুমতি নিতে হবে।

এছাড়া নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডারে আরও জানানো হয়েছে, শিক্ষকেরা কে কত ক্ষণ ক্লাস নিচ্ছেন, কটা ক্লাস নিচ্ছেন, নিজেরাই ডায়েরিতে লিখে রাখবেন। প্রধান শিক্ষকের নজরেও থাকবে বিষয়টি। পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক সারা সপ্তাহের জন্য শিক্ষকদের যে রুটিন তৈরি করেন, তা এ বার থেকে মধ্যশিক্ষা পর্ষদকে পাঠাতে হবে। এছাড়া না জানিয়ে ছুটি নিতে পারবেন না শিক্ষকেরা।