শুক্রবার মধ্যরাতে কাজ করবে না অ্যাপ-UPI, বন্ধ থাকবে নেট ব্যাঙ্কিং

0
1

শুক্রবার মধ্যরাতে স্তব্ধ হবে স্টেট ব্যাঙ্কের পরিষেবা (State Bank of India)। বন্ধ থাকবে এসবিআই এর ইন্টারনেট ব্যাঙ্কিং (Internet Banking) এবং অ্যাপের পরিষেবা। শুক্রবার দুপুরে অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিয়ে একথাই জানিয়েছেন দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব এই ব্যাঙ্ক। জানা গিয়েছে, এদিন মধ্যরাতে প্রায় এক ঘণ্টা পরিষেবা স্তব্ধ থাকার কথা ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক। যার জেরে চরম সমস্যায় পড়বেন দেশের কোটি কোটি মানুষ। শুক্রবার রাত ১২টা ৪০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়নো, ইয়নো লাইট, ইউপিআই কাজ করবে না। এসবিআই-এর তরফে জানানো হয়েছে, নিয়মমাফিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই পরিষেবা বন্ধ থাকবে।

শুক্রবার দুপুরে এসবিআই-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্টে করে জানিয়েছে, নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের কাজের জন্য, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়নো, ইয়নো লাইট, ইয়নো বিজনেস ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ, ইউপিআই পরিষেবা ২৩ ডিসেম্বর ০০.৪০ থেকে ০১.৪০ পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ের পর আবার চালু হয়ে যাবে পরিষেবা। গ্রাহকরাও তা ব্যবহার করতে পারবেন।

এসবিআই এর এক উচ্চপদস্থ কর্তা জানান, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং অ্যাপ পরিষেবাকে সক্রিয় রাখতে মাঝেমধ্যে নিয়মমাফিক রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। সে কারণেই এই পদক্ষেপ।