গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ জয় করে ভারতীয় দল। তৃতীয় একদিনের ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ৭৮ রানে জয় পায় কে এল রাহুলের দল। সৌজন্যে সঞ্জু সামসনের দুরন্ত ইনিংস। ১০৮ রান করেন তিনি। এই জয়ের ফলে পাঁচ বছর পর প্রোটিয়াদের দেশে একদিনের সিরিজ জয়ের স্বাদ পেল মেন ইন ব্লু। ২০১৮ সালের পর আবার দক্ষিণ আফ্রিকার মাটিতে এক দিনের সিরিজ জিতল তারা। আর এর ফলে বিরাট কোহলির সঙ্গে এক আসনে বসলেন রাহুল। ২০১৮ একদিনের সিরজ বিরাট কোহলির নেতৃত্বে জিতেছিল ভারত। এবার সেই আসনে লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটা ভারতের দ্বিতীয় এক দিনের সিরিজ জয়।

গতকাল ছিল তৃতীয় একদিনের ম্যাচ। সেই ম্যাচে ৭৮ রানে জয় পায় টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে তিন ম্যাচের একদিনের সিরিজে ২-১ এ জয় পায় কে এল রাহুলের দল। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২১৮ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ম্যাচের সেরা হন সঞ্জু সামসন। সিরিজ সেরা অর্শদীপ সিং।
আরও পড়ুন:প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে জয় পেয়ে কী বললেন রাহুল?











































































































































