রাত পেরিয়ে এখনও গু.লির ল.ড়াই! পুঞ্চ হাম.লায় মৃ.ত ৫ জওয়ান

0
1

জম্মু- কাশ্মীরের (Jammu Kashmir) রাজৌরি জেলার পুঞ্চ সেক্টরের ডেরা কি গলি এলাকায় ভারতীয় সেনার দুটি গাড়িতে সন্ত্রাসবাদী হামলার পাল্টা আঘাত হেনেছে ভারতীয় সেনা (Indian Army)। রাত পেরিয়ে সকালেও অব্যাহত গুলির লড়াই। শেষ পাওয়া খবর অনুযায়ী পাঁচ জন সেনা কর্মীর মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত আহত আরও তিন জওয়ান।

ঘটনার সূত্রপাত বুধবার রাতে, পুঞ্চ সেনা ও পুলিশের যৌথ অভিযান সেদিনই শুরু হয়েছিল। বৃহস্পতিবার বিকেল পৌনে চারটে নাগাদ সেনার দুটি গাড়ির উপর হামলা চালায় জঙ্গিরা বলে জানা যাচ্ছে। ওই দুই গাড়িতে করে সেনাকর্মীদের নিয়ে আসা হচ্ছিল। রাস্তাতেই তাঁদের উপর হামলা করেন জঙ্গিরা। এরপর সন্ধ্যায় জঙ্গিদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ শুরু যৌথ বাহিনীর, যা এখনও চলছে।