আর্থিক কর্মকাণ্ডে দেশের সেরা কলকাতা! দৌড়ে অনেক পিছিয়ে দিল্লি-মুম্বাই

0
1

আর্থিক কর্মকাণ্ডের নিরিখে এবার দেশের মধ্যে সেরা শহরের তকমা পেল কলকাতা (Kolkata)। পরিসংখ্যান বলছে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ভাগে দেশের মধ্যে ব্যাঙ্কিং, বিমা ও আর্থিক ব্যবসার সম্প্রসারণে শীর্ষে উঠে এসেছে কলকাতা। তবে কলকাতা পিছনে ফেলে দিয়েছে মুম্বাই (Mumbai), হায়দরাবাদ (Hyderabad), ও দিল্লির (Delhi) মতো শহরকেও।

উল্লেখ্য, কলকাতা এবং বাংলাকে ঘিরে পূর্ব ভারতের আর্থিক ক্ষেত্রে যে একটা জোয়ার এসেছে সেটা নানান সমীক্ষার মাধ্যমে আগেই সামনে এসেছে। এবার সামনে এল দেশে ব্যাঙ্কিং, বিমা ও আর্থিক ব্যবসার সম্প্রসারণে শীর্ষে উঠে এসেছে কলকাতা। ওয়াকিবহাল মহলের দাবি, বাংলায় লাল ফিতের ফাঁস এখন অনেকটাই আলগা হয়ে গিয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকারের বেশ কিছু নীতিও এ রাজ্যে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। তবে সব থেকে বড় ঘটনা হল, এ রাজ্যের সুদৃঢ় আইনশৃঙ্খলা, জনবান্ধব প্রশাসন এবং রাজ্যের মানুষদের মধ্যে আয় বৃদ্ধির ঘটনা এই রাজ্যে বিনিয়োগের রাস্তা আরও সুগম করছে।

সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে, দেশের মধ্যে ব্যাঙ্কিং, বিমা ও আর্থিক ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে এখন অনেক সরকারি বেসরকারি সংস্থাই বেছে নিচ্ছে কলকাতাকে। আর সেকারণেই কলকাতায় ভিড় বাড়ছে ব্যাঙ্কিং, বিমা ও আর্থিক সংস্থাগুলির। সমীক্ষায় আরও উঠে এসেছে, কলকাতার বুকে চলতি অর্থবর্ষের দ্বিতীয় ভাগে ব্যাঙ্কিং, বিমা ও আর্থিক ব্যবসা সম্প্রসারণের জন্য নানান সংস্থা যেখানে ১১.৫ শতাংশ নতুন নিয়োগ করেছে, সেখানে মুম্বাই ও হায়দারাবাদের মতো শহরে সেই সংখ্যাটা ৯.৬ শতাংশ। দেশের অন্য রাজ্য থেকে কর্মী এনে অফিসে কর্মী বাড়ানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কলকাতায় যেটা ১১ শতাংশ তা মুম্বই ও হায়দরাবাদে ৯.৩ শতাংশ। আসলে কলকাতায় যে মেধা ও দক্ষ কর্মী রয়েছে সেটা এখন নানান বেসরকারি সংস্থার নজর টানছে।