জামিন পেলেন ইমরান, পাক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি?

0
1

নির্বাচনের আগেই স্বস্তি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। ইসলামাবাদ হাইকোর্টে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ধাক্কা খাওয়ার পর শুক্রবার ইমরানের জামিন মঞ্চুর করল পাক সুপ্রিম কোর্ট। ইমরান খানের সঙ্গে জামিন পেয়েছেন পিটিআই দলের আরেক নেতা শাহ মেহমুদ কুরেশিও। পাকভূমে সাধারণ নির্বাচনের আগে ইমরানের এই জামিনকে বড় জয় হিসেবে দেখছে তাঁর দল পিটিআই।

আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন সাইফার মামলায় জেলবন্দি ইমরান খান ও তাঁর সঙ্গে শাহ মেহমুদ কুরেশির জামিন মঞ্জুর করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পাকিস্তানি মুদ্রায় ১০ লক্ষ টাকা করে ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে সাইফার মামলায় জামিন পেলেও তোষাখানা দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে ইমরান খানের বিরুদ্ধে। ফলে সাইফার মামলায় ইমরান খান সুপ্রিম কোর্টে জামিন পেলেও তিনি এখনই জেল থেকে মুক্তি পাবেন কি না তা এখনই স্পষ্ট নয়। ফলে পাকিস্তানের সাধারণ নির্বাচনে তিনি লড়াই করতে পারবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পিটিআইয়ের তরফে ঘোষণা করা হয়েছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরান খান। দলের তরফে জানানো হয়েছিল, জেল থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। যদিও বৃহস্পতিবার ইমরানের তরফে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার আবেদন খারিজ করে দেয় ইসলামাবাদ হাইকোর্ট। এবার সুপ্রিমকোর্টে জামিন মেলায় ইমরানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আশার আলো দেখছে তার দল।