বৃহস্পতিবারের পর শুক্রবার রাজ্যে আরও বাড়ল কোভিড (COVID) আক্রান্তের সংখ্যা। শুক্রবার নতুন করে ৫ জন কোভিড আক্রান্তর খোঁজ পাওয়া গিয়েছে। তাঁরা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা। এর আগে বৃহস্পতিবার এক ছয়মাসের শিশু সহ ৩ জনের শরীরে কোভিড ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছিল।
নতুন করে আক্রান্ত ৫ জনের মধ্যে একজন ভর্তি রয়েছেন একটি বেসরকারি হাসপাতালে। বাকি চারজন হোম আইসোলেশনে রয়েছেন। তাঁদের মধ্যে দুজন একই পরিবারের। তবে রাজ্যে এপর্যন্ত আক্রান্ত ৮ জনের শরীরে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন জেএন ওয়ান-এর (JN.1) অস্তিত্ব রয়েছে কি না তা পরীক্ষার জন্য কল্যাণীতে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য তাঁদের নমুনা পাঠানো হয়েছে।
রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই বেলেঘাটা আইডি ও ইএসআই হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে যে কোনও রকম পরিস্থিতির জন্য। শুক্রবারই স্বাস্থ্য সচিব (health secretary) নারায়ণস্বরূপ নিগম বৈঠক ডেকেছেন রাজ্যের সব হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এখনই কোনও ধরনের আতঙ্কের কারণ নেই বলে দাবি করা হয়েছে। সব রাজ্যকে সতর্ক করা হয়েছে শ্বাসকষ্ট জনিত রোগ সম্পর্কে। রাজ্যে আক্রান্ত ৮ জনের শারীরিক অবস্থা নিয়েও আতঙ্কের কারণ নেই বলেই দাবি স্বাস্থ্য দফতরের।





































































































































