ভাই-ভাইপো দেখে ছাড় দেন না মুখ্যমন্ত্রী, অর্জুনের আত্মীয় গ্রেফতারে শুভেন্দুকে পাল্টা দেবাংশুর

0
2

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গে ভাই-ভাইপো দেখে ছাড় দেওয়া হয় না। এ রাজ্যে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেন! সাংসদ অর্জুন সিংয়ের আত্মীয় গ্রেফতারের পর বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীকে ঠিক এভাবেই জবাব দিলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য।

কিছুদিন আগেই খুন হয়েছিলেন তৃণমূল কর্মী ভিকি যাদব। সেই হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে। আর এই পাপ্পু হলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের আত্মীয়। ধৃত পাপ্পু সম্পর্কে অর্জুন সিংয়ের ভাইপো। এটার জানার পরই আসরে নেমে শুভেন্দু। এদিন এক্স হ্যান্ডেলে একটি লম্বা চওড়া পোস্ট করেন শুভেন্দু। যেখানে তিনি লিখেছেন, ‘ওফ! অর্জুন সিংয়ের ভাগ্নেকে গ্রেফতার করেছে মমতা পুলিশ। পিসি-ভাইপোর কী দূর্দান্ত কম্বো উপহার পাবে অর্জুন সিং। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার যে, আপনি একটি বোকা’।

পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল। দলের আইটি সেলের প্রধান দেবাংশু শুভেন্দুকে খোঁচা দিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজধর্ম পালনের প্রমাণ। কারোর ভাই, ভাইপো কিংবা আত্মীয়-স্বজন দেখে এই রাজ্যে বিশেষ ছাড় দেওয়া হয় না। শরদ পাওয়ারের ভাইপোকে চোর বলার পরেই উপমুখ্যমন্ত্রীত্বের পুরস্কার দেওয়ার মত ঘটনা এখানে ঘটে না। এটা বিজেপি নয়। এখানে ঠোঙায় মুড়িয়ে টাকা নেওয়ার অভিযোগ করার পরও তাকেই বরণ করে এনে বিরোধী দলনেতার পদ দিয়ে পুরস্কৃত করা হয় না!’

আরও পড়ুন:ভাই-ভাইপো দেখে ছাড় দেন না মুখ্যমন্ত্রী, অর্জুনের আত্মীয় গ্রেফতারে শুভেন্দুকে পাল্টা দেবাংশুর