আজ, শুক্রবার ৫০ দিনে পড়ল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ইনসাফ যাত্রা। এদিন প্রায় ১৫০০ কিমি পথ পেরিয়ে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে রওনা হয়ে গড়িয়া হয়ে যাদবপুরে শেষ হচ্ছে পদযাত্রা। ইনসাফ যাত্রার শেষ দিনে পদযাত্রায় সামিল হয়েছে কয়েক হাজার বাম কর্মী-সমর্থক। মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। যোগ দিয়েছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী, আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।
সিপিএমের যুব সংগঠন গত ৩ নভেম্বর কোচবিহার থেকে এই পদযাত্রা শুরু করেছিল। যার পোশাকি নাম ইনসাফ যাত্রা। আজ ৫০তম তা শেষ হচ্ছে কলকাতার যাদবপুরে। এই ইনসাফ যাত্রা ঘিরে ঘিরে সাড়া পড়েছে বলেই দাবি সিপিএমের। বর্ষীয়ান বাম নেতা বিমান বসু মিনাক্ষীদের এই কর্মসূচিকে ১০০-য় ১০০ দিলেন।