দেশের সেরা তিন থানার মধ্যে স্থান পেল শ্রীরামপুর থানা, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

0
2

বাংলার মুকুটে নয়া পালক। দেশের তিনটি সেরা থানার মধ্যে স্থান পেল হুগলি জেলার শ্রীরামপুর থানা। কেন্দ্রীয় সরকারের নিরিখে দেশের তৃতীয় সেরা থানা হিসেবে শ্রীরামপুর থানা নিজের জায়গা করে নিল।  বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে এই কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের তরফে রাজ্যের হাতে এই পুরস্কার খুব শীঘ্রই তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। রাজ্য পুলিশকে এই মর্মে অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে এই সুখবর জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ আমি এটা ঘোষণা করতে পেরে অত্যন্ত গর্ববোধ করছি যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভারত সরকার আমাদের শ্রীরামপুর থানাকে (চন্দননগর পুলিশ কমিশনারেট) ২০২৩ সালে দেশের সেরা তিন থানার মধ্যে অন্যতম বলে গণ্য করেছে। ২০২৪ সালের ৫ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অফিসারের হাতে পুরস্কার তুলে দেবেন। জাতীয় স্তরে এমন এক কৃতিত্ব অর্জনের জন্য আমাদের পুলিশ সংগঠনকে অভিনন্দন। জয় বাংলা।’

আরও পড়ুন- একদিন আগেই বুলডোজ করা সংসদের শীতকালীন অধিবেশন ‘Sine Die’ ঘোষণা