আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে নামছে ভারত। তিন ম্যাচের সিরিজে ফলাফল দাঁড়িয়ে ১-১ এ। আজ ম্যাচ যে জিতবে সিরিজ তার। তাই শেষ ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া কে এল রাহুলের দল। গত দ্বিতীয় মঙ্গলবারের হারের অনেক কারণ দেখিয়েছেন কে এল রাহুল। তবে এটাও বলেছেন যে, ভুল-টুলগুলো সব সেন্ট জর্জেস পার্কে ফেলে রেখে তাঁরা সিরিজ জয়ের সন্ধানে পার্ল-এ নামছেন।
দ্বিতীয় ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগে ব্যর্থ হয়েছে রাহুলের দল। ক্যাচও পড়েছে। এরসঙ্গে যুক্ত হয়েছে টনি ডি জর্জির ব্যাট। মার্করাম বলেছেন তরুণ ব্যাটারের এমন তাণ্ডবলীলায় তিনি মুগ্ধ। এই টনি জর্জি আর রেজা হেনড্রিকস মিলে ওপেনিং জুটিতে ১৩০ রান তুলে দেওয়ার পর বাকিটা নিয়মরক্ষার খেলায় দাঁড়িয়েছিল। দক্ষিণ আফ্রিকার জয় নিয়ে এরপর আর কারও সংশয় ছিল না। রাহুল বলেছেন, তাঁদের মধ্যে কারও সেঞ্চুরি করা উচিত ছিল। তিনি নিজেকেও এর বাইরে রাখেননি। রাহুল ৫৬ রান করেছেন। সাই সুদর্শন করেন ৬২ রান। রাহুলের বক্তব্য হল, ব্যাটারদের মধ্যে কেউ একশো করলে তাঁদের রান আরও ৫০-৬০ বেশি হত। তাহলে ম্যাচের ছবি বদলে যেত। এরসঙ্গে যে শুরুতে ক্যাচ পড়েছে, তাও কবুল করেছেন ভারত অধিনায়ক। এই ক্যাচ নিতে পারলে ভারত এভাবে হারত না। কিন্তু বোলারদের কথাও বলতে হবে। যে উইকেট ভারতের ব্যাট করার সময় এত কঠিন ছিল, সেটা দক্ষিণ আফ্রিকার সময় এত সহজ হয়ে গেল কী করে! যে অর্শদীপ আর আবেশ প্রথম ম্যাচে আগুন ঝরালেন, তাঁরা দ্বিতীয় ম্যাচে কোথায় গেলেন? মুকেশও এই সফরে এযাবৎ নিষ্প্রভ।কুলদীপ টি-২০র ফর্ম হারিয়েছেন। শেষ ম্যাচে তাঁর জায়গায় যুজবেন্দ্র চ্যাহালকে দেখা যেতে পারে।
রিঙ্কু সিং অভিষেক একদিনের ম্যাচে ব্যর্থ। অথচ বেশ ভাল শুরু করেছিলেন। তাঁর আর রাহুলের জুটি দাঁড়িয়ে গিয়েছিল। তার আগে রাহুল ও সুদর্শন জুটিতে উঠেছিল ৬৮ রান। এরকম আর একটা পার্টনারশিপ হলে ভারতের রান আড়াইশো পার করত। কিন্তু তাতেও জর্জির সামনে জয় আসত কি না প্রশ্ন। এটাও ঘটনা যে, উইকেট পরের দিকে সহজ হয়ে এসেছিল। এই ম্যাচেও টস তাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। দক্ষিণ আফ্রিকা থেকে জিতে ফেরা মস্ত চ্যালেঞ্জ ভারতের। অস্ট্রেলিয়া থেকেও সিরিজ আসছে, কিন্তু এই দেশ থেকে নয়! বৃহস্পতিবারের ম্যাচ তাই এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রাহুলরা জিতলে প্রত্যাশার শেষে বড় প্রাপ্তি। পার্ল রিঙ্কুদের সেই মুক্তোর স্বাদ দিতে পারে কি না সেটাই এখন দেখার।
আরও পড়ুন:কেন রেকর্ড অর্থ খরচ করে দলে নেওয়া হলো স্টার্ককে? মুখ খুললেন গম্ভীর