মাহিকে আরসিবিতে খেলার প্রস্তাব, প্রস্তাব শুনে কী বললেন সিএসকে অধিনায়ক?

0
1

মহেন্দ্র সিং ধোনি পেলেন আরসিবিতে খেলার প্রস্তাব। শুনে চমকে গেলেন? হ‍্যাঁ ঠিকই শুনছেন। মাহিকে বিরাট কোহলিদের দলে খেলার প্রস্তাব দিলেন এক সমর্থক। যার উত্তর খুব সুন্দরও দিয়েছেন সিএসকে অধিনায়ক। জানিয়েছেন, আরসিবি খুব ভাল দল। কিন্তু তিনি যদি সেখানে চলে যান বা সমর্থন করেন, তা হলে চেন্নাইয়ের সমর্থকেরা কষ্ট পাবেন।

আসলে একটি অনুষ্ঠানে ধোনিকে এই প্রশ্ন করেন আরসিবির এক সমর্থক। তিনি বলেন মাহিকে বলেন, “স্যর, এবার আপনি আরসিবিতে চলে আসুন। আমাদের আইপিএল জেতান। নইলে অন্তত আরসিবিকে সমর্থন করুন। সেটা করলেও আমাদের ক্রিকেটারেরা অনেক আত্মবিশ্বাস পাবে। এর উত্তরে হাসি মুখে ধোনি বলেন, আমি সব দলকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু তার বেশি কিছু করতে পারব না। কারণ, আমি যদি অন্য দলকে সমর্থন করি, তা হলে আমাদের দলের সমর্থকেরা কী ভাববে? ওরা কষ্ট পাবে। সেটা হতে দিতে পারি না।”

এরপরই ধোনি বলেন,”আরসিবি খুব ভাল দল। কিন্তু এটাই ক্রিকেট। সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। অনেক সময় কিছু ক্রিকেটার চোট পায়। তাতে দল তৈরি করতে সমস্যা হয়। আমার দলেরই এখন অনেক সমস্যা আছে। তারপরে অন্য দলের দিকে মন দেওয়ার সময় নেই।”

আরও পড়ুন:আজ প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জয়ই লক্ষ‍্য রাহুলদের