আগামী ২৪ ডিসেম্বর রবিবার রাজ্যজুড়ে টেট পরীক্ষা (TET)। পরদিন সোমবার বড়দিন (Christmas)। তারপর সপ্তাহ শেষে বর্ষবরণের উৎসবে মাতবে গোটা রাজ্য। টেটের লাখ লাখ পরীক্ষার্থী ও উৎসবমুখর জনতার জন্য ফের দুঃসংবাদ শোনাল রেল (Rail)। আগামিকাল শুক্রবার থেকে টানা ১২ দিন কলকাতা এবং উত্তরবঙ্গের মধ্যে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হতে চলেছে।
২২ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত হাওড়া ডিভিশনে আপ ও ডাউনে দূরপাল্লার ৮টি ট্রেন বাতিল থাকবে। আপ-ডাউনের ওই ট্রেনগুলি হল—হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-জয়নগর, হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস এবং হাওড়া-গয়া এক্সপ্রেস। এছাড়াও গৌড়, কুলিক, কাজিরাঙা, উত্তরবঙ্গ সহ একগুচ্ছ ট্রেন এই ১২ দিন ঘুরপথে যাতায়াত করবে। সেক্ষেত্রে যাত্রাপথে বিঘ্ন ঘটায় গন্তব্যে পৌঁছতে বিলম্ব হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সময়সূচির পরিবর্তন হবে একগুচ্ছ দূরপাল্লার ট্রেনের।