লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে উদ্বেগ ততই বাড়ছে কেন্দ্রের মোদি সরকারের। বিরোধী জোটে ফাটল ধরাতে মাঠে নেমে পড়েছে একের পর এক এজেন্সি। জোটের বৈঠক শেষ হওয়ার পর ফের একবার ইডির তলব বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে। আর্থিক প্রতারণার মামলায় এবার আরও একবার একবার নোটিস পাঠানো তাঁদের। ২২ ডিসেম্বর অর্থাৎ আগামিকাল তেজস্বীকে তলব করেছে ইডি। লালু প্রসাদকে আগামী ২৭ ডিসেম্বর হাজিরা দিতে হবে ইডি দফতরে।

জমির বদলে রেলে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে লালু প্রসাদের বিরুদ্ধে। এই মামলায় অনেক আগেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল লালুর পরিবারের সদস্যদের। এবার তৎপর ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, রাবরি দেবী ও তাঁর এক মেয়ে হেমা যাদব এমন দুজনের কাছ থেকে ২ জমি পেয়েছিলেন, যাঁরা রেলে কর্মরত। ইডির দাবি, ওই জমি তাঁরা মাত্র সাড়ে ৭ লক্ষ টাকায় কিনেছিলেন, যা একটি নির্মাণ সংস্থাকে সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি করা হয়েছিল।









































































































































