রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ.গ্নিকাণ্ড! স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য রক্ষা, কারণ নিয়ে ধোঁ.য়াশা

0
4

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে (Bank) আগুন (Fire) লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল সিঙ্গুরে (Singur)। বৃহস্পতিবার সকালে ব্যাঙ্কের জানালা দিয়ে আচমকাই ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। এরপর এক মুহূর্ত দেরি না করে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। তবে এদিন দমকল আসতে দেরী হওয়ায় স্থানীয়রাই জানালা ভেঙে ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজে হাত লাগান।

তবে এদিনের আগুনে ব্যাঙ্ক ম্যানেজারের ঘরের এসি ও ইন্টারনেটের লাইন পুরে যায় বলে খবর। এদিকে, স্থানীয় ব্যবসায়ী তারক কর্মকাররের বাড়ির নীচেই রয়েছে এই ব্যাঙ্ক। দোতলায় থাকেন তারক ওই ব্যবসায়ী। এদিকে ব্যবসায়ীর ছেলে অনির্বান কর্মকার বলেন, এদিন সকালে ব্যাঙ্কের জানালা দিয়ে কালো ধোঁয়া দেখেই প্রতিবেশীদের ডাকি। পাশাপাশি ব্যাঙ্কের লোককেও খবর দেওয়া হয়। প্রায় পঞ্চাশ জন স্থানীয়রা এসে জল দিয়ে আগুন নিভিয়েছে। তবে এদিন আগুন নেভার পর ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও রাস্তা অপ্রশস্ত হওয়ায় ব্যাঙ্কের কাছে যেতে পারেনি বলে খবর।

এরপর দমকল কর্মিরা অগ্নিনির্বাপণ যন্ত্র কাঁধে করে নিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাঙ্কে ইন্টারনেট চালু ছিল। সেখান থেকেই শর্ট সার্কিট হতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে সিঙ্গুর থানার পুলিশ।