ডান হাত ভর্তি ট্যাটুর রহস্য ফাঁস করলেন তিলক বর্মা

0
1

ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ভাল খেলায় ভারতীয় দলে সুযোগ পেয়েছেন ২১ বছরের তিলক বর্মা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেকও হয়েছে তাঁর। দলীপ ট্রফি খেলতে খেলতে তিলক জানতে পারেন যে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। সে কথা জানার পরে বাড়িতে ফোন করেছিলেন। কিন্তু ফোন করেও কথা বলতে পারেননি বাঁ হাতি ব্যাটার।

কারণটা নিজেই জানিয়েছেন তিনি। সতীর্থ ঈশান কিশনের এক প্রশ্নের জবাবে তিলক বলেছেন, বাবা-মা কান্নাকাটি করছিল। আমি বেশিক্ষণ নিজেকে আটকে রাখতে পারতাম না। তাই ফোন কেটে দিই। তার পরে কোচকে ফোন করেছিলাম। কোচও কাঁদছিলেন। সবার মনের অবস্থা একই রকম ছিল।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে তিলকের সতীর্থ ঈশান। ভারতীয় দলেও একই সঙ্গে খেলছেন। গত বছর মুম্বইয়ের হয়ে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল। দলের বাকি ব্যাটারেরা ব্যর্থ হলেও ধারাবাহিক ভাবে রান করেছিলেন তিলক। আইপিএলে খেলার সময় হাতে ট্যাটু ছিল না তিলকের। কিন্তু এখন তাঁর ডান হাত ভর্তি ট্যাটু। এর কারণ সম্পর্কে তিলক জানিয়েছেন,তিনি বাবা-মাকে ভগবান মনে করেন। তার বাবা ইলেকট্রিশিয়ান ছিলেন। সংসারের খরচ মেটাতে পারতেন না। তা সত্ত্বেও, ৯ বছর বয়স থেকে বাব-মা তাদের ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য সমস্ত ত্যাগ স্বীকার করেছিলেন। আজ ভারতের জনপ্রিয় ব্যাটসম্যান হয়ে উঠেছেন তিলক ভার্মা।তারপরই বাবা-মায়ের ছবি শরীরে ট্যাটু করিয়েছেন।

এই বদল নিয়েও তিলককে প্রশ্ন করেন ঈশান। কী ভাবে এতটা বদল এল তাঁর মধ্যে? জবাবে তিলক বলেন, আমি আগেও ট্যাটু করাতে চেয়েছিলাম। কোচকে সে কথা বলেছিলাম। কোচ বলেছিলেন, আগে একটা জায়গায় পৌঁছে তার পর হাতে ট্যাটু করাতে। সেই কারণে আইপিএলে ভাল খেলার পরেই ট্যাটু করিয়েছি।