নিয়োগ মামলায় চাঞ্চল্যকর নির্দেশ ডিভিশন বেঞ্চের, অংশ নিতে পারবেন চাকরিহারারাও

0
1

নিয়োগ মামলায় চাঞ্চল্যকর নির্দেশ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। বুধবার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চের নির্দেশ,এই মামলার জেরে যারা চাকরি খুইয়েছেন, ইচ্ছা করলে তাঁরাও এই মামলায় যুক্ত হতে পারেন।এদিনই নিয়োগ সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ডিভিশন বেঞ্চের তরফে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে।  বুধবার মামলার শুনানিতে হাইকোর্টের বিশেষ বেঞ্চের পর্যবেক্ষণ, চাকরিহারাদের কেউ চাইলে এই মামলায় সংযুক্ত হতে পারেন।

শীর্ষ আদালত আগেই নির্দেশ দিয়েছিল যে এই  মামালার দ্রুত সমাধানের জন্য বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডিকে দু’মাসের ডেডলাইন বেঁধে দিয়েছে আদালত।আগামী ৯ জানুয়ারির মধ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করতে হবে সিবিআই, ইডিকে।এই মামলায় এর আগে গত সোমবার কমিশনকে কড়া ভর্ৎসনা করেছিল ডিভিশন বেঞ্চ। আদালত কমিশনের কাছে জানতে চেয়েছিল, এসএসসি কাউকে আড়াল করার চেষ্টা করছে কী? কী লুকোতে চাইছে এসএসসি?

এর আগে ওএমআর শিট সংক্রান্ত ঘটনায় কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এদিন আদালতে এসএসসির তরফে মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয়। সেই রিপোর্ট প্রসঙ্গে সিবিআইকে আগামী ৯ জানুয়ারির মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।এই মমালার পরবর্তী শুনানি হবে ১৫ জানুয়ারি।