স্মার্ট – এগ্রিকালচার ২০২৩- প্রযুক্তিগত ব্যবস্থা কিভাবে কৃষিপদ্ধতিকে এক নতুন দিশা দেখাচ্ছে তার-ই আলোচনা সভা অনুষ্ঠিত হল কলকাতার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে।সম্মেলনে উপস্থিত ছিলেন এস. কৃষ্ণান,রাজীব কুমার, সুনিতা ভার্মা,ডঃ অলোকনাথ দে ও বিশিষ্টজনরা।এই সম্মেলনের মূল লক্ষ্য হলো বৈজ্ঞানিক ব্যবস্থা প্রয়োগ করে কিভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা, ফসলের গুণমান উন্নত করা, পরিবেশ রক্ষা করা এবং ইলেকট্রনিক্স এবং ICT প্রযুক্তির একীকরণের মাধ্যমে কৃষকদের স্বাস্থ্যের ঝুঁকি কমানো যায়।
কৃষিক্ষেত্রে ইলেকট্রনিক্স ও প্রযুক্তি প্রয়োগ করে কৃষিব্যবস্থায় এক নতুন বিপ্লবের অধ্যায় শুরু হবে যা চাষের ক্ষেত্রে এক নতুন আলোর দিশা দেখাবে।